You are using an outdated browser. For a faster, safer browsing experience, upgrade for free today.

এম.বি.বি.এস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ( ১ম ব্যাচ ২০২১-২০২২ শিক্ষাবর্ষ )


  • AMMC
News_Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফলে লিখিত পরীক্ষায় ন্যুনতম ৪০ বা তদূরধ্ব নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য উপযুক্ত ঘোষণা করা হয়েছে। উক্ত তালিকায় অন্তর্ভুক্ত এবং 'আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ' এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের কলেজের নির্ধারিত ফর্মে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিন প্রদত্ত সকল তারিখ সরকার কর্তৃক নির্ধারিত।

ভর্তির ফরম সংগ্রহ ও জমা দান

আগামী ২১ জুন ২০২২ থেকে সাধারণ, অস্বচ্ছল-মেধাবী ও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীগণ কলেজ ক্যাম্পাস থেকে সরাসরি
অফেরতযোগ্য নগদ ১,০০০/- টাকা (এক হাজার টাকা) পরিশোধ করে ভর্তি ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পুরণ করে ৩ জুলাই ২০২২ এর
মধ্যে ছুটির দিন ব্যতীত যে কোন দিন সকাল ৯.৩০ থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত কলেজের নিচতলায় অবস্থিত অস্থায়ী বুথে জমা দিতে পারবেন।
উল্লেখ্য, কলেজের প্রথম এই শিক্ষাবর্ষে মোট ৫০ জনের মধ্যে অস্বচ্ছল-মেধাবী ও মুক্তিযোদ্ধা সংরক্ষিত আসন / কোটা-র জন্য মোট ৩ জন প্রার্থী
ভর্তির সুযোগ পাবেন, যাদের ভর্তি ফরম সংগ্রহের জন্য কোন টাকা দিতে হবে না।

নির্বাচিত ও অপেক্ষমান তালিকা প্রকাশ

ভর্তির ফরম জমাদানকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমানদের তালিকা আগামী ৭ জুলাই ২০২২ কলেজ নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.ammch.edu.bd) এ প্রকাশ করা হবে । ভর্তি ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে (অপেক্ষমান তালিকাসহ)। ক্লাস শুরু হবে ১ আগষ্ট ২০২২ থেকে।

আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ

আহ্ছানিয়া মিশন ক্যা্গার এন্ড জেনারেল হাসপাতাল এর একটি সহযোগী প্রতিষ্ঠান

প্লট - ৩, এমব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, সেক্টুর - ১০, উত্তরা, ঢাকা-১২৩০
(ইজতেমা মাঠের পশ্চিম পাশে, কামারপাড়া সংলগ্ন) হটলাইন ৫ ১০৬১৭, মোবাইল ৪ ০১৮৪৭৩৫৯২৩০

* গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বঙ্্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত * ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত
* বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউঙ্জিল কর্তৃক স্বীকৃত (প্রক্রিয়াধীন)

Author
AMMC

This is an admin account for Ahsania Mission Medical College