এমবিবিএস প্রােগ্রামে ভর্তির অনুমােদন পেল আহছানিয়া মিশন মেডিকেল কলেজ (এএমএমসি)। চলতি সেশন অর্থাৎ ২০২১-২০২২ থেকেই এ প্রােগ্রামে ৫০ জন শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের দপ্তর থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুমােদন প্রদান করা হয়েছে। ঢাকা শহরের উত্তরা ১০ নং সেক্টরে অবস্থিত এই মেডিকেল কলেজটি ঢাকা আহছানিয়া মিশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের একটি সহযােগী প্রতিষ্ঠান। আহছানিয়া মিশন মেডিকেল কলেজ ঢাকা আহ্ছানিয়া মিশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান
প্লট-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, সেক্টর-১০, উত্তরা, ঢাকা-১২৩০ (ইজতেমা মাঠের পশ্চিম পাশে, কামারপাড়া সংলগ্ন)
Hotline: 10617, Mobile: 01847359230
E-mail: info.ammcu@gmail.com,
Web: www.ammch.edu.bd,
Facebook: ahsaniamedicalcollege
This is an admin account for Ahsania Mission Medical College